হুগলি -গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল দশ বছরের শেখ রিয়ান। শুক্রবার সকালে বাড়ির কাছের একটি তালাবন্ধ ঘর থেকে কম্বলে মোড়ানো অবস্থায় তার দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়াল হুগলির আরামবাগের মায়াপুর ১ গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙার মাদারতলা এলাকায়। শিশুদিবসের সকালে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের দাবি, রিয়ানকে খুন করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
মৃত বালকের বাবা শেখ রুমজান জানিয়েছেন, তাঁর ছেলেকে খুন করেছেন শেখ রমজান আলি নামে এক ভাড়াটে, যিনি ওই এলাকাতেই থাকতেন এবং চামড়ার একটি গোডাউনে কাজ করতেন। স্থানীয়দের অভিযোগ, অতীতে নানান অসামাজিক কাজের সঙ্গেও জড়িত ছিল অভিযুক্ত।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রিয়ান বাড়ি থেকে খেলতে বেরিয়ে আর ফিরে আসেনি। রাতভর আরামবাগ থানার পুলিশ ও স্থানীয়রা তল্লাশি চালালেও কোনও খোঁজ মেলেনি। কিন্তু শুক্রবার বেলা বাড়তেই তালাবন্ধ ঘরে তল্লাশির সময় কম্বলে মোড়া শিশুটির দেহ উদ্ধার হয়।
প্রতিবেশীরা জানান, তল্লাশির সময় এবং থানায় নিখোঁজ ডায়েরি করতে যাওয়ার সময় অভিযুক্ত শেখ রমজান আলি উপস্থিত ছিলেন। কিন্তু দেহ উদ্ধারের পর থেকেই তিনি পলাতক। অভিযোগ উঠেছে, তিনিই রিয়ানকে খুন করে ঘরে লুকিয়ে রেখেছিলেন। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।




















