খেলা – দেশ হোক কিংবা বিদেশ—দলে জসপ্রিত বুমরাহর মতো বোলার থাকা মানেই অধিনায়ক নিশ্চিন্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তার ব্যতিক্রম হল না। ইডেন গার্ডেন্সে টেস্টের প্রথম দিনেই মাত্র ২৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে কার্যত একার হাতেই গুঁড়িয়ে দিলেন তিনি প্রোটিয়াস ব্যাটারদের। ১৭ বছর পর দেশের মাটিতে আবারও টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন কোনও বোলার। ২০০৮ সালে আহমেদাবাদে ডেল স্টেনের পর এবার সেই ঐতিহাসিক তালিকায় যুক্ত হল বুমরাহর নাম।
ইডেনে শেষবার প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন ইশান্ত শর্মা, ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে। দীর্ঘ ৬ বছর পর ফের সেই কৃতিত্ব দিলেন বুমরাহ, যার আগুনে বলের সামনে অসহায় হয়ে পড়ল দক্ষিণ আফ্রিকার শুরুর সারি।
২০১৮ সালের পর থেকে এখনও পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশিবার (১৩ বার) ওপেনার আউট করার রেকর্ডেও তিনি শীর্ষে উঠে এলেন। স্টুয়ার্ট ব্রডের ১২ বারের রেকর্ড ভেঙে বুমরাহ ১১তম ওভারে রিকলটনকে এবং ১৩তম ওভারে মার্করামকে ফেরান। দুই ওপেনারের সংগ্রহ ছিল যথাক্রমে ৩১ ও ২৩ রান।
এতেই শেষ নয়—রিকলটনকে বোল্ড করে বোল্ড আউটের তালিকায় অশ্বিনকেও পিছনে ফেললেন তিনি। টেস্টে সবচেয়ে বেশি বোল্ড করে আউট করা ভারতীয়দের তালিকায় বুমরাহর সংখ্যা এখন ১৫২। অশ্বিনের ১৫১-কে ছাপিয়ে তিনি এখন তৃতীয় স্থানে। শীর্ষে আছেন অনিল কুম্বলে (১৮৬), এরপর কপিল দেব (১৬৭)।
ইডেনে প্রথম দিনের শেষ আলোয় তাই একটাই নাম—জসপ্রিত বুমরাহ। তার আগুনে স্পেলেই দক্ষিণ আফ্রিকার ইনিংস ছিন্নভিন্ন, আর ক্রিকেট দুনিয়া ফের দেখল ভারতীয় পেস বোলিংয়ের দুর্দমনীয় শক্তি।




















