রাজগঞ্জে এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ, পরিবারের পাশে বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জে এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ, পরিবারের পাশে বিধায়ক খগেশ্বর রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



জলপাইগুড়ি – জলপাইগুড়ির পর এবার রাজগঞ্জে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার রাতে আমবাড়ি এলাকার একটি গাছ থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ। মৃতের পরিবার দাবি করেছে, এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন ভুবনচন্দ্র রায়। তাঁদের অভিযোগ, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় গভীর দুশ্চিন্তায় ছিলেন তিনি। দীর্ঘ কয়েক দিন ধরেই এনিয়ে চিন্তায় ভুগছিলেন ভুবনবাবু। আর সেই মানসিক চাপের ফলেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ভুবনচন্দ্র রায় (৩১)। রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি কামারভিটা বুথের বাসিন্দা তিনি। ভুবনের মেয়ে শিবানীর বিয়ে হয়েছে অন্য ব্লকে, তবে প্রতিবারই বাবার বাড়িতে এসে ভোট দিতেন। ভুবনচন্দ্র, তাঁর স্ত্রী এবং ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও মেয়ের নামে ফর্ম না আসায় উদ্বেগ বাড়তে থাকে। এরই জেরে মানসিক অবসাদে ভুগছিলেন বলেই দাবি পরিবারের। তাঁদের কথায়, মেয়ের নামে ফর্ম না আসার বিষয়েই বেশি চিন্তায় ছিলেন ভুবনবাবু।

ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

বিধায়ক খগেশ্বর রায় বলেন, “এই ভাবে মৃত্যুমিছিল বাড়তেই থাকবে। আমরা এর প্রতিবাদ জারি রাখব। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি, তাঁদের পাশে আছি।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে উত্তেজনা ও ক্ষোভ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top