সকালে ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, দক্ষিণেশ্বর থেকে বন্ধ পরিষেবা—অফিসযাত্রীদের চরম ভোগান্তি

সকালে ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, দক্ষিণেশ্বর থেকে বন্ধ পরিষেবা—অফিসযাত্রীদের চরম ভোগান্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – সাতসকালে ফের নেমে এল মেট্রো দুর্ভোগ। কোনও নোটিস ছাড়াই সিগন্যালিংয়ের জরুরি কাজ শুরু হওয়ায় ব্লু লাইনের পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালু রয়েছে ট্রেন পরিষেবা।

হঠাৎ এই পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। দক্ষিণেশ্বর, ডানলপ, নোয়াপাড়া-সহ আশপাশের স্টেশনগুলিতে সকাল থেকেই যাত্রীদের ভিড় বাড়ছে। বিকল্প পরিবহনের আশায় বাস ও অটো স্ট্যান্ডে দীর্ঘ লাইন। অভিযোগ, আগে থেকে কোনও ঘোষণা না থাকায় বহু যাত্রী সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারেননি।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যালিং সিস্টেমের হঠাৎ কিছু প্রযুক্তিগত সমস্যা সংশোধনের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top