দিল্লি – দিল্লি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করে জম্মু-কাশ্মীরের ডিজি নলীন প্রভাত জানান, এটি কোনও নাশকতা নয়, পরীক্ষা চলাকালীন ঘটে যাওয়া দুর্ঘটনাজনিত বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, গুরুতর জখম হয়েছেন ২৭ জন। বিস্ফোরণের অভিঘাতে নওগাম থানার ভবন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আশেপাশের বাড়িঘরেও ব্যাপক ক্ষতি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
জানা গেছে, কয়েকদিন আগে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে নওগাম থানায় এনে রাখা হয়েছিল। উত্তর ভারতে ধারাবাহিক অভিযানে মোট ২৯০০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত হয়, যার মধ্যে বোমা তৈরির উপকরণ ও অস্ত্রশস্ত্রও ছিল। ফরিদাবাদ থেকেই ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল, যেগুলি পরীক্ষা করার জন্য কাশ্মীরে পাঠানো হয়। শুক্রবার রাতে সেই বিস্ফোরকগুলির পরীক্ষার সময় হঠাৎই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ধাক্কায় থানা ভবন পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়, আশেপাশের বিল্ডিংও কেঁপে ওঠে, বেরিয়ে আসে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া।
বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে ভারতীয় সেনার ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা খালি করে দেওয়া হয়েছে। ডিজি নলীন প্রভাত জানিয়েছেন, বাজেয়াপ্ত বিস্ফোরক পরীক্ষার সময়েই দুর্ঘটনাটি ঘটে এবং মৃতদের পরিচয়ও চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।




















