কলকাতা – চলতি বছরে সময়ের আগেই জাঁকিয়ে বসেছে শীত। রাজ্যের পাশাপাশি কলকাতাতেও দ্রুত নামছে তাপমাত্রার পারদ। শনিবারও শহরের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় ভোরের দিকে অনেক জায়গায় ফ্যান বন্ধ রাখতে হচ্ছে। জেলাগুলিতে লেপ–কম্বলও বেরিয়ে গেছে প্রায় সর্বত্র। যদিও নতুন করে কোনও পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই, তবে রবিবার থেকে আবহাওয়ায় বদল আসতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে রাজ্যজুড়ে বাড়বে কুয়াশার দাপট। কুয়াশার কারণে কয়েকটি জেলায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারের নীচে। তবে একই সঙ্গে রবিবারের পর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার রাতে পারদ নামছে ১২–১৪ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও হাড়কাঁপানো ঠাণ্ডা, দার্জিলিঙের তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রিতে। কলকাতাতেও সকাল ও সন্ধ্যার পর শীতের আমেজ স্পষ্ট।
শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন থাকতে পারে ১৭ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দুই বঙ্গেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকতে পারে।




















