ভাইরাল – কর্নাটকের বানারঘাট্টা জাতীয় উদ্যানে সংঘটিত হল ভয়াবহ ঘটনা। সাফারিতে থাকা পর্যটকদের বাসে উঠে গিয়ে চিতাবাঘের আকস্মিক হামলায় জখম হলেন চেন্নাই থেকে আসা এক মহিলা পর্যটক। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নেটাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ও বিস্ময় সৃষ্টি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১২ জনেরও বেশি পর্যটককে নিয়ে বাসটি সাফারির ভিতরে প্রবেশ করেছিল। ঠিক সেই সময় বাসের সামনে এসে দাঁড়ায় একটি চিতাবাঘ। চালক বাস থামাতেই কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে চিতাবাঘটি। এরপর আচমকা শক্তিশালী লাফে জানালা বরাবর উঠে এসে এক মহিলা পর্যটকের হাতে থাবা বসায় এবং তাঁর পোশাক ধরে টানাটানি শুরু করে। ঘটনা এত দ্রুত ঘটে যে পর্যটকেরা চিৎকার করে ওঠেন।
পর্যটকদের প্রতিক্রিয়ায় চিতাবাঘটি বাস থেকে লাফিয়ে নেমে যায়। তবে তার থাবায় আটকে যায় মহিলার পোশাকের একটি অংশ। ভাগ্যক্রমে বাসের জানালার বাইরের গ্রিল থাকার ফলে চিতাবাঘটি বাসের ভেতরে পুরোপুরি ঢুকতে পারেনি। আক্রান্ত মহিলা স্থানীয় চিকিৎসা পেয়েছেন এবং বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার ভিডিওটি সাংবাদিক এলিজাবেথ কুরিয়ান এক্স-এ পোস্ট করেন। ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বইছে। কারও মতে এই দৃশ্য ভয়ানক, আবার কারও মনে হয়েছে এটি প্রকৃতির এক অভাবনীয় দৃশ্য। এক নেটিজেন লিখেছেন, “ভয়ঙ্কর! এ জন্যই জঙ্গলে যেতে ভয় পাই।” অন্যজন মন্তব্য করেছেন, “অবিশ্বাস্য ক্ষিপ্রতা! মহিলা খুবই অল্পের জন্য বেঁচে গিয়েছেন।”




















