একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ, ধন্যবাদ জানিয়ে ভরসা রাখার বার্তা শিক্ষামন্ত্রীর

একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ, ধন্যবাদ জানিয়ে ভরসা রাখার বার্তা শিক্ষামন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য -একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় অগ্রগতি। শনিবার রাতে ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কমিশন সূত্রে জানানো হয়েছে, আপাতত ২০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থীকে ডাকা হচ্ছে এবং আগামী ১৮ নভেম্বর শুরু হবে নথিপত্র যাচাইয়ের কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে যে উদ্যোগ এসএসসি নিয়েছে, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এক্স হ্যান্ডলে ব্রাত্য লেখেন, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শিক্ষক পদে আবেদনকারী সমস্ত প্রার্থীর বিস্তৃত তথ্যসহ সাক্ষাৎকার-যোগ্যদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। তিনি আরও জানান, ১৮ নভেম্বর থেকে নথি যাচাই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া শেষ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। চাকরিপ্রার্থীদের উদ্দেশে তাঁর বার্তা— “ভরসা রাখুন, ভরসা থাকুক।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে আগের ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। শীর্ষ আদালত পুনরায় পরীক্ষার মাধ্যমে নিয়োগের নির্দেশ দেয়। সেই মোতাবেক ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয় এসএসসি। তবে ইন্টারভিউ তালিকায় নাম না থাকায় চাকরিহারা কিছু যোগ্য প্রার্থী ক্ষোভ প্রকাশ করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top