সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই ফের ব্লু লাইনে বিপর্যয়, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই ফের ব্লু লাইনে বিপর্যয়, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ব্লু লাইনে আবারও দেখা দিল বিভ্রাট। দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে দেরিতে চলছে মেট্রো, আর বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রেনকে। ফলে অফিস টাইমে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সবাই পড়েছেন চরম ভোগান্তিতে। সিগন্যালিংয়ের সমস্যাই এই বিভ্রাটের কারণ হতে পারে বলে আগেই আশঙ্কা জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এমনকি সমস্যার সূত্রও জানিয়েছে মেট্রো সূত্র।

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতের নজরদারি চলাকালীন বরানগর ও নোয়াপাড়ার মাঝের বেশ কয়েকটি জায়গায় সিগন্যালিং কেবল কাটা অবস্থায় দেখতে পান কর্মীরা। দ্রুত পরিস্থিতি সামাল দিতে নতুন কেবল লাগানো হলেও সমস্যার পুরোপুরি সমাধান না হওয়ায় আপাতত ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচলে বিলম্ব হচ্ছে, এবং সকাল থেকে বরানগর স্টেশনে বারবার দাঁড়িয়ে পড়ছে ট্রেন। তবে কীভাবে কেবল কাটা হল, তা এখনও স্পষ্ট করেনি মেট্রো কর্তৃপক্ষ।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি ব্লু লাইন পরিষেবা নিয়ে যাত্রীদের ক্ষোভ বেড়েই চলেছে। দেরিতে ট্রেন পৌঁছনো, দরজা বন্ধ না হওয়া, মাঝপথে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা—এমন নানা সমস্যায় নাজেহাল যাত্রীরা। তাঁদের অভিযোগ, নয়া তিন রুট চালুর পর থেকেই ব্লু লাইন যেন অবহেলিত হয়ে পড়েছে। পুজোর সময় সমস্যা না থাকলেও পুজোর পর থেকেই ফের একই পরিস্থিতি। এখন যাত্রীদের কাছে ব্লু লাইনের নামই যেন ভোগান্তির সমার্থক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন বিরক্ত যাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top