দিল্লী – দিল্লি বিস্ফোরণের রেশ কাটার আগেই নতুন করে বোমাতঙ্কে কাঁপছে রাজধানী। বুধবার সকালে একাধিক নিম্ন আদালত, জেলার আদালত—সাকেত ও পাটিয়ালা হাউস আদালতসহ—বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং সমস্ত শুনানি বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে মোতায়েন হয় দিল্লি পুলিশের বিশাল টিম। শুরু হয় টানা তল্লাশি।
এতেই থেমে নেই আতঙ্ক। দিল্লির দ্বারকা ও প্রশান্ত বিহার এলাকার দুটি সিআরপিএফ স্কুলেও বোমাতঙ্কের খবর পাওয়া যায়। দ্রুত খালি করা হয় স্কুলদুটি। চলছে বিস্তৃত অনুসন্ধান। একাধিক জায়গায় একসঙ্গে এই আতঙ্কজনক বার্তা ছড়িয়ে পড়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজধানীজুড়ে।




















