উত্তর 24 পরগণা – মঙ্গলবার রাতেই বনগাঁ–শিয়ালদা শাখার সংহতি স্টেশন এলাকায় রেললাইন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বনগাঁ জিআরপি মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম বিথি মন্ডল (১৮)। ফুলতলা মন্ডল পাড়ার বাসিন্দা বিথি মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘুগনি খাওয়ার কথা বলে স্টেশনের দিকে বেরিয়েছিলেন।
পরিবারের দাবি, স্টেশনে বিথির সঙ্গে দুই যুবককে দেখা গিয়েছিল। তাদের মধ্যে বচসা হয় বলেও জানা যায়। এর কিছুক্ষণ পরেই শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনের ধাক্কায় বিথির মৃত্যুর খবর বাড়িতে পৌঁছয়। পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়—তরুণীকে খুন করা হয়ে থাকতে পারে। দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা প্রশাসনের তদন্তের আর্জি জানিয়েছেন। এ বিষয়ে বনগাঁ জিআরপি-তে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।




















