বিনোদন – চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সুতির শাড়ি, দৃপ্ত চাহনি—এই ভাবমূর্তিতেই সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য সৃষ্টি করেছিলেন মহিলা গোয়েন্দা ‘মিতিন মাসি’-কে। ২০১৯ সালে পরিচালক অরিন্দম শীল সেই মিতিনকে বইয়ের পাতা থেকে রুপোলি পর্দায় তুলে আনেন, আর সেই মুহূর্ত থেকে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেন কোয়েল মল্লিক। এরপর ২০২৩ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার বড়দিনে মুক্তি পেতে চলেছে সিরিজের তৃতীয় সিনেমা ‘মিতিন, একটি খুনির সন্ধানে’।
নতুন ছবিতে থাকছে দমদার অ্যাকশন সিকোয়েন্স, যা আরও তীব্রভাবে ফুটিয়ে তুলবেন কোয়েল মল্লিক। একটি খুনের তদন্ত করতে গিয়ে আরও জটিল রহস্যের মুখোমুখি হবে মিতিন—উন্মোচিত হবে একের পর এক নতুন সূত্র। ছবিতে কোয়েলের পাশাপাশি অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ি-সহ টলিউডের পরিচিত শিল্পীরা।
বড়দিনে বক্স অফিসে নতুন চমক দিতে চলেছে এই থ্রিলার, অপেক্ষায় দর্শক।




















