রাজ্য – দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকলেও আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বরং হালকা পূবালী হাওয়ার প্রভাবে সকাল ও রাতে টানটান শীতের আমেজ বজায় থাকবে। ইতিমধ্যেই হিমেল হাওয়ার ছোঁয়ায় উত্তর ও পশ্চিমের জেলা বেশি ঠান্ডা অনুভব করছে। বুধবার দার্জিলিংয়ে ৬.২°C এবং পুরুলিয়ায় ১২.০°C নেমে গেছে তাপমাত্রা।
আগামী তিন থেকে পাঁচ দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পরে সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত দফতরের। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮°C-এর আশেপাশে ঘোরাফেরা করবে।
শীতের এই আমেজে দিনের বেলা রোদ থাকলেও ভোর ও রাতের দিকে হালকা শীত আর কুয়াশাই রাজ্যজুড়ে আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হিসেবে বজায় থাকবে।




















