হাওড়া – বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে কেন্দ্রের বিজেপি সরকার তাড়াহুড়ো করে এসআইআর করছে—এমনই অভিযোগ তুললেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বুধবার বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে আয়োজিত এসআইআর-চক্রান্তের প্রতিবাদে মহামিছিলে যোগ দিয়ে তিনি জানান, রাজ্যের একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। রাজপথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিনের মিছিল ঘুসুড়ি সরকারি কোয়ার্টারের সামনে থেকে শুরু হয়ে বেলুড় মঠের কাছে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, যুবনেতা কৈলাস মিশ্র, বালি কেন্দ্র তৃণমূল সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বালি কেন্দ্র যুব তৃণমূল সভাপতি সুরজিৎ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদ, তফজিল আহমেদ-সহ অন্যান্য নেতারা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, ২০০২ সালে এসআইআর এত তাড়াহুড়ো করে হয়নি, এবার যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেই তৎপরতা দেখানো হচ্ছে। বাংলার মানুষকে হয়রানি করার রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, বাংলার ন্যায্য বকেয়া আটকে রাখা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ রাখা—এসবের পাশাপাশি এসআইআরের নামে নতুন করে অশান্তি তৈরি করা হচ্ছে।
মিছিলের শেষে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করে বলেন, নোটবন্দি থেকে শুরু করে এসআইআর পর্যন্ত বারবার দেশবাসীকে বিভ্রান্ত করেছেন এই দুই নেতা। কেন্দ্রের এই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। তিনি স্পষ্টভাবে জানান, রাজ্যের একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দল চুপ করে থাকবে না, বরং আন্দোলন ছড়িয়ে যাবে দিল্লির রাজপথ পর্যন্ত।




















