নেক কলার পরে গুয়াহাটি রওনা শুভমন, দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা এখনও অনিশ্চিত

নেক কলার পরে গুয়াহাটি রওনা শুভমন, দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা এখনও অনিশ্চিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ইডেনের বিতর্কিত পিচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে ভারত। সেই ম্যাচে ক্যাচ নিতে গিয়ে গুরুতর ঘাড়ের চোট পান ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় এবং উদ্বেগ বাড়ে ভক্তদের মধ্যে। প্রশ্ন ওঠে—গুয়াহাটি টেস্টে খেলতে পারবেন তো তরুণ অধিনায়ক? কারণ আইসিইউ-তেও রাখতে হয়েছিল তাঁকে।

এরই মধ্যে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিসিসিআই জানায়, শুভমন দলের সঙ্গেই গুয়াহাটি যাবেন। সেইমতো আলাদা গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন দলের ফিজিও। কিন্তু বিমানবন্দরে তাঁর ভাইরাল ভিডিও আরও প্রশ্ন তোলে—নেক কলার পরে ধীরে হাঁটছেন শুভমন, ঘাড় ঘোরাতে কষ্ট হচ্ছে, পিছন ফিরতে সমস্যা। এমন অবস্থার মধ্যেই তিনি উড়ে গেলেন আসামের উদ্দেশে।

বিসিসিআই-এর বিবৃতিতে জানানো হয়, ইডেন টেস্টের দ্বিতীয় দিনের শেষে শুভমনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসার সাড়া ভাল। তাই তাঁকে গুয়াহাটি পাঠানো হয়েছে। তবে চিকিৎসকেরা তাঁর ঘাড়ের চোট নিয়মিত পর্যবেক্ষণে রাখবেন, এবং সেই অনুযায়ী ঠিক হবে তিনি দ্বিতীয় টেস্টে নামতে পারবেন কিনা। অর্থাৎ এখনও নিশ্চিত নয় শুভমনের মাঠে নামা।

ইডেন টেস্ট চলাকালীন তাঁর চোট আরও বেড়ে যায়। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠেই ঘাড়ে ব্যথা অনুভব করেন শুভমন। ব্যথানাশক ওষুধেও স্বস্তি পাননি। মাঠে নেমে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ফের তীব্র ব্যথা হয়। তাঁকে সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, ঘাড়ের পাশাপাশি মেরুদণ্ডেও চোট লেগেছে। এমআরআই রিপোর্টেও পুরনো ব্যথার পুনরাবৃত্তির ইঙ্গিত মেলে।

রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টিম হোটেলে ফেরেন শুভমন। হাসপাতালের বেডে শুয়েই দলের হার দেখতে হয়েছিল তাঁকে—যা আরও মানসিকভাবে বিধ্বস্ত করেছে অধিনায়ককে। সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন। শুভমন তখন বলেন, হাসপাতালে দমবন্ধ লাগে, তাই তিনি দলের মধ্যেই ফিরতে চান।

সব মিলিয়ে, ২২ নভেম্বর গুয়াহাটি টেস্টকে ঘিরে এখন বড় প্রশ্ন—অসুস্থ শরীরে মাঠে নামতে পারবেন কি শুভমন গিল?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top