রাজ্য – SIR প্রক্রিয়া চলার মধ্যেই ইভিএম সংক্রান্ত প্রযুক্তিগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইভিএমের First Level Checking (FLC) নিয়ে একটি বিশেষ ওয়ার্কশপ, যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। বৈঠকটি অনুষ্ঠিত হবে ইকোপার্কের কাছে তাজ কুটিরে, এবং সেশনটি পরিচালনা করবেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
ওয়ার্কশপের মূল লক্ষ্য হল ভোটগ্রহণের আগে ইভিএমের প্রতিটি ইউনিট কীভাবে যাচাই করা হয়, সেই পুরো FLC প্রক্রিয়াটি জেলা প্রশাসনের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করা। BU (Ballot Unit), CU (Control Unit) এবং VVPAT-এর শারীরিক পরীক্ষা, কার্যকারিতা যাচাই, Mock Poll পরিচালনার নিয়ম, ত্রুটিপূর্ণ মেশিন আলাদা করার প্রক্রিয়া, Strong Room-এ সংরক্ষণের প্রটোকল—সবকিছু নিয়েই বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি ধাপ কীভাবে নথিভুক্ত করতে হবে, তা নিয়েও বিস্তৃত আলোচনা হবে এই সেশনে।
ডিএমদের এই বৈঠকে ডাকার মূল উদ্দেশ্য হল—জেলা স্তরে ভোট প্রস্তুতির দায়িত্ব যাতে নির্ভুলভাবে এবং নিয়মমাফিক সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের মতে, আগাম প্রশিক্ষণ, স্বচ্ছতা এবং প্রক্রিয়া-সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা জেলাগুলোর কাছে পৌঁছে দিতে এই ধরনের ওয়ার্কশপ জরুরি। সূত্রের খবর, বৈঠকে ইভিএম কমিশনিং, সিলিং, মেশিনের মুভমেন্ট, নিরাপত্তা ব্যবস্থা, এবং নির্বাচনী লজিস্টিকস সম্পর্কেও নির্দেশিকা দিতে পারে কমিশন।
২১ নভেম্বরের এই বৈঠকে রাজ্যের প্রতিটি জেলা থেকে ডিএমরা কলকাতায় আসবেন। এর ঠিক পরের দিন নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে সব জেলাশাসকদের আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে, যেখানে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রী সেই বৈঠকে থাকবেন কিনা এখনও নিশ্চিত না হলেও, শেষ মুহূর্তে তিনি ভার্চুয়ালি যোগ দিতে পারেন বলে প্রশাসন সূত্রের ধারণা।




















