কলকাতা – দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিরীহ মানুষের মৃত্যু গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই বড় শহরগুলির মেট্রো পরিষেবার নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে। এই প্রেক্ষিতেই এবার কলকাতা মেট্রো বাড়াচ্ছে সুরক্ষা ব্যবস্থার নজরদারি, যার জন্য প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, এআই শুধু নিরাপত্তা বাড়াবে না, সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু— সবকিছুই আগে থেকে শনাক্ত করে আগাম সতর্কবার্তাও দিতে পারবে। দিল্লির ১০ নভেম্বরের ভয়াবহ বিস্ফোরণ এই প্রযুক্তির প্রয়োজনীয়তাকে আরও সামনে এনে দিয়েছে। বিস্ফোরক বোঝাই গাড়ি কীভাবে মেট্রো স্টেশনের এত কাছে পৌঁছল, কেন টের পাওয়া গেল না— এই প্রশ্নের মধ্যেই উঠে এসেছে নজরদারির ফাঁকফোকর। তাই ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কলকাতাসহ ভারতীয় রেল ব্যবস্থায় এআই-চালিত পাহারা বসানোর পরিকল্পনা হয়েছে।
অনেক সময় সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু স্ক্যানার বা চোখে নজরদারির বাইরে থেকে যায়, যা বড় ধরনের নাশকতার আশঙ্কা তৈরি করে। এ কারণেই মেট্রো স্টেশনের ভিতরে ও বাইরে এআই-সক্ষম বিশেষ নজরদারি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ক্যামেরায় ধরা পড়বে সন্দেহজনক গাড়ির নড়াচড়া, অচেনা মানুষের আচরণ, অবৈধ প্রবেশের চেষ্টা— সবই। এমনকি কেউ মেট্রো লাইনে ঝাঁপ দিতে উদ্যত হলে ক্যামেরা সেই গতিবিধিও আগেভাগে ধরে ফেলে সতর্কবার্তা পৌঁছে দেবে কন্ট্রোলরুমে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এআই যুক্ত এই সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থার ফলে মেট্রো স্টেশনের চারপাশে নিরাপত্তা আরও মজবুত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। যদিও ঠিক কবে থেকে এই প্রযুক্তি বসানো শুরু হবে বা পূর্ণমাত্রায় কার্যকর হবে— সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।




















