কলকাতা – পার্ক স্ট্রিটের একটি হোটেলে ঘুমিয়ে থাকা অবস্থায় এক কোরিয়ান পর্যটকের পকেট থেকে রহস্যজনকভাবে ৮৫০ ডলার চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ঘরের ভিতর জামাকাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে গভীর ঘুমে ছিলেন দক্ষিণ কোরিয়ার সিওল শহরের বাসিন্দা সাংঘো জাং। সেই সময়ই তাঁর প্যান্টের পকেট থেকে ডলার তুলে নিয়ে চোর পালায়। ঘটনার পর তিনি পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানান, এবং পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে পর্যটন উদ্দেশ্যে কলকাতায় আসেন সাংঘো জাং। তিনি পার্ক স্ট্রিট থানার অধীন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন। বুধবার রাতে চারতলার ঘরে খাওয়া-দাওয়া সেরে ভোর পর্যন্ত কাজ করেন। প্রায় ভোর চারটের সময় তিনি ঘুমোতে যান। ঘরে জামাকাপড় হ্যাঙ্গারে ঝুলিয়েই রেখেছিলেন। সেই জামাকাপড়ের পকেটেই ছিল বিদেশি মুদ্রা ও কিছু গুরুত্বপূর্ণ নথি।
সকাল আটটার দিকে ঘুম থেকে উঠে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা জামাকাপড়ের অবস্থান দেখে সাংঘো জাং-এর সন্দেহ হয়। প্যান্টের পকেটে হাত দিতেই তিনি বুঝতে পারেন, ৮৫০ ডলার উধাও। হোটেল কর্তৃপক্ষকে জানালেও কোনও সদুত্তর পাননি। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্তের স্বার্থে হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। রাতে কোনও বহিরাগত দুষ্কৃতী হোটেলে ঢুকেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে রাতের ডিউটিতে থাকা হোটেল কর্মীদের গতিবিধিও পরীক্ষা করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, চোরের কাছে ওই ঘরের নকল চাবি থাকতে পারে। চাবি ব্যবহার করেই ভোর চারটা থেকে সকাল আটটার মধ্যবর্তী সময়ের কোনও এক মুহূর্তে সে ঘরে ঢুকে ডলার হাতিয়ে নেয়। চারতলার করিডরের সিসিটিভি ফুটেজের উপরই বিশেষভাবে নজর দিচ্ছে তদন্তকারী অফিসাররা।




















