রাজ্য – বঙ্গোপসাগরে নতুন করে ঘনীভূত হতে থাকা নিম্নচাপের জেরে রাজ্যে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। নভেম্বরের শুরুর দিকে কড়া শীতের আমেজ টের পাচ্ছিল বঙ্গবাসী। রাতের তাপমাত্রা বেশ কিছুটা নেমেও গিয়েছিল। তবে চলতি সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির বদল ঘটে। কলকাতা সহ গোটা রাজ্যে পারদ আবার ঊর্ধ্বমুখী।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। তবে তার গতিপথ এখনো স্পষ্ট নয়। নতুন এই নিম্নচাপের প্রভাবেই আপাতত ব্যাকফুটে শীত। ঠান্ডা পড়তে না পড়তেই বাংলায় ফের গরমের ছোঁয়া অনুভূত হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, বিগত কয়েক দিনে রাতের তাপমাত্রা কমলেও এখন তা ধীরে ধীরে বাড়ছে। নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটার আগে আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই শীতের আমেজ এখনই মিলবে না বাংলায়।
আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শনি ও রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিও হতে পারে। গত কয়েকদিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম ছিল। তবে আগামী সপ্তাহজুড়ে তা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে। ফলে শিরশিরে শীতের অনুভূতি মিলবে না এখনই। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাও নেই। যদিও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় সকালের দিকে কুয়াশা বজায় থাকবে।



















