পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুরে ফের SIR আতঙ্কে মৃত্যু। কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের ২৩৩ নম্বর বুথের সেখপাড়ায় বাসিন্দা কেশিমন বিবি (৮৩) গত কয়েকদিন ধরে তীব্র মানসিক চাপে ভুগছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে তাঁর নাম না থাকায় আতঙ্কে দিন কাটছিল তাঁর। পরিবারের দাবি—এই মানসিক দুশ্চিন্তাই তাঁর মৃত্যুর কারণ।
ঘটনা অনুযায়ী, টানা কয়েকদিন ধরে উদ্বেগ ও ভয় নিয়ে ছিলেন কেশিমন বিবি। ২০ নভেম্বর রাত প্রায় ১০টা ৩০ মিনিটে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি। শুধু তিনিই নন, তাঁর ছেলে সেক নাসিরুদ্দিনেরও ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। ফলে পরিবারজুড়ে ছিল গভীর উদ্বেগ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। SIR ঘিরে আতঙ্ক কীভাবে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।




















