গৃহবধূ সেজে বহুমূল্য হীরা–সোনা চুরি, পূর্ব মেদিনীপুরে গ্রেফতার দুই পরিচারিকা

গৃহবধূ সেজে বহুমূল্য হীরা–সোনা চুরি, পূর্ব মেদিনীপুরে গ্রেফতার দুই পরিচারিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুরের এগরায় চাঞ্চল্য ছড়াল দুই গৃহবধূর গ্রেফতারের ঘটনায়। মামণি যাদব ও মণি যাদব—দেখতে সাধারণ গৃহবধূ, পরনে সাদামাটা পোশাক, আচরণেও সাধারণের মতোই। উত্তর প্রদেশে পরিচারিকার কাজ করতেন তাঁরা। বাড়ি ফিরে দিব্যি এলাকায় ঘোরাফেরা করছিলেন। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন তাঁদের গ্রেফতার করল, তখনই বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য—তাঁদের কাছ থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার হীরা ও সোনার গয়না।

ঘটনাটি নয়ডার একটি বাড়ি থেকে কয়েক দিন আগে সংগঠিত চুরিকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, ওই বাড়ি থেকেই হীরা, সোনা-সহ বহুমূল্য জুয়েলারি চুরি করে বাড়ি ফিরে এসেছিলেন দু’জন। এরপর নিশ্চিন্তে গ্রামে বসবাস করছিলেন তাঁরা। নয়ডা থানার পুলিশ ওই চুরির তদন্তে নেমে মামণি ও মণির নাম সামনে আসে। এরপরই এগরা থানার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

এগরা থানার আইসি অরুণ কুমার খাঁর নেতৃত্বে এএসআই সুমন ভট্টাচার্য, পিএসআই সৌরভ ঘড়াই ও নয়ডা থানার পুলিশ মঙ্গলবার রাতে ষড়রংয়ে পৌঁছে দুই গৃহবধূকে গ্রেফতার করে। তাঁদের বাড়ি থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া বিপুল পরিমাণ হীরা ও সোনার গয়না, যার মূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ধৃত দুই গৃহবধূকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাঁদের ট্রানজিট রিমান্ডে নিয়ে উত্তর প্রদেশের পথে রওনা দেয় নয়ডা থানার পুলিশ। ঘটনাটি ঘিরে এগরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top