খেলা – অবশেষে প্রকাশিত হল ২০২৬ টি-২০ বিশ্বকাপের ভেনুর তালিকা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপ। ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়ামে হবে ম্যাচ। ঘোষণা অনুযায়ী, এ বারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের আসর বসবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। তবে পাকিস্তান সেমিফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোতে।
ভেনু ঘোষণার পাশাপাশি আইসিসি জানিয়েছে বড় চমক—ভারতের হয়ে দুইবার বিশ্বকাপজয়ী রোহিত শর্মাকে টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। এই দায়িত্বে এবার প্রথমবার দেখা যাবে ভারতীয় অধিনায়ককে।
ভারতে ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শ্রীলঙ্কায় ম্যাচ হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম এবং সিনহেলসে স্পোর্টস ক্লাবে।
সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল হবে ৪ মার্চ, ভেনু কলকাতা বা কলম্বো—এক্ষেত্রে পাকিস্তানের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত। দ্বিতীয় সেমিফাইনাল মুম্বইয়ে ৫ মার্চ। আর ফাইনাল হবে আমেদাবাদ বা কলম্বোতে ৮ মার্চ। টুর্নামেন্টের প্রথম দিনই তিনটি ম্যাচ—পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ভারত বনাম আমেরিকা।
ইডেন গার্ডেন্সে মোট সাতটি ম্যাচ নির্ধারিত হয়েছে, যার ছয়টি নিশ্চিত। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে ইডেনের বিশ্বকাপ যাত্রা। এরপর ধারাবাহিকভাবে ৯, ১৪, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি হবে আরও চারটি ম্যাচ। ১ মার্চ অনুষ্ঠিত হবে সুপার এইটের একটি গুরুত্বপূর্ণ লড়াই। আর ৪ মার্চ নির্ধারিত রয়েছে প্রথম সেমিফাইনাল, যদিও তা শর্তসাপেক্ষ।
এ বছরের বিশ্বকাপে ইডেন গার্ডেন্স নতুন করে পাবে আন্তর্জাতিক ক্রিকেট উৎসবের উত্তাপ এবং আবেগের স্পন্দন।




















