বিনোদন – প্রেমের স্রোতে ভেসে অবশেষে নতুন জীবনের পথে হাঁটলেন গায়িকা অন্তরা মিত্র। দীর্ঘদিনের প্রেমিক, আইটি পেশার সঙ্গে যুক্ত শৌর্যের সঙ্গে বাঙালি রীতি মেনে মালাবদল ও সাতপাক ঘুরে মঙ্গল রাতে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি। ২৫ নভেম্বর ২০২৫-এ এই সম্পর্কের পরিণতি ঘটল শুভ বৈবাহিক অনুষ্ঠানে।
কলকাতার বাইপাস সংলগ্ন রাজকুটিরে অনুষ্ঠিত হয় তাঁদের জমকালো বিয়ের আসর। শৌর্য যদিও কলকাতার বাসিন্দা নন, বাড়ি তাঁর বেঙ্গালুরুতে। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে এই বিশেষ দিন। বিয়ের সকালে লাল পাড় সাদা শাড়ি, মাথায় শোলার মুকুট, হাতে সোনার গয়না—পুরোপুরি বাঙালি সাজে নজর কাড়েন অন্তরা। তবে পাত্র শৌর্যের সাজগোজের ছবি এখনও প্রকাশ্যে আসেনি।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই হানিমুনে রওনা দেবেন নবদম্পতি। ফলে কিছুদিনের জন্য ‘সা রে গা মা পা’ মঞ্চে দেখা যাবে না ‘গেরুয়া’ খ্যাত এই গায়িকাকে। নতুন জীবনের শুরুতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।




















