তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, আশঙ্কাজনক দু’জনই

তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, আশঙ্কাজনক দু’জনই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া – তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল এবং তাঁর সঙ্গী অনুপম রানা। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। কীভাবে এই হামলা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে আহত পঞ্চায়েত প্রধানকে দেখতে হাসপাতালে পৌঁছান তৃণমূলের জেলা সভাপতি গৌতম চৌধুরী।

গুলিবিদ্ধ দেবব্রত মণ্ডল বেলুড়ে সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ তিনি এক সঙ্গীকে নিয়ে বাইকে করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময় ষষ্ঠী তলা মালিবাগানের কাছে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। দুটি গুলি লাগে দেবব্রত মণ্ডলের শরীরে এবং অনুপম রানার শরীরেও গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু’জনই।

স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁদের বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁদের উত্তর হাওড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। তৃণমূল নেতা গৌতম চৌধুরী জানান, কীভাবে এই হামলা ঘটল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top