অঙ্কুশ হাজরার নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’—কমেডি ও প্রেমের মিশ্রণে বড়পর্দায় ২০২৬ এ আসছে

অঙ্কুশ হাজরার নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’—কমেডি ও প্রেমের মিশ্রণে বড়পর্দায় ২০২৬ এ আসছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – চারিদিকে যখন বিয়ের মরসুম, তাতেও ব্যক্তিগত জীবনে প্রেমের ফুল ফোটাতে সময় নিচ্ছেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা। প্রেমিকার সঙ্গে এক দশকের বেশি সময় ধরে সম্পর্ক থাকলেও এখনও নায়কের মুখে একটাই কথা—‘নারী চরিত্র বেজায় জটিল’। ২০২৬ সালে সেই উপলব্ধিকেই বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অঙ্কুশ।

শুক্রবার মুক্তিপ্রাপ্ত প্রি-টিজারে দেখা গেছে অঙ্কুশকে শিবের সঙ্গে সংলাপে, যেখানে তিনি কাঁদতে কাঁদতে বলছেন, ‘তুমি এভাবে পায়ের তলায় থাকলে আর কোনও পুরুষের কষ্ট বুঝবে না। সমস্ত নারীদের উসকে দিয়ে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছ।’ এরপরই মজা করে চড় খাচ্ছেন মা কালীর কাছে। কমেডি টাইমিংয়ে অঙ্কুশ দর্শকদের মুগ্ধ করেছেন, এবং প্রি-টিজার ইতিমধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছে।

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘মির্জা’ চলচ্চিত্রের পরিচালক সুমিত সাহিল। প্রযোজনা করছেন অঙ্কুশ নিজেই। ছবিতে ঐন্দ্রিলা, সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত ও ইপ্সিতা মুখোপাধ্যায়সহ আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমার নাম থেকেই গল্পের ইঙ্গিত পাওয়া যায়—নারী চরিত্রকে ‘পুরুষের ত্রাস’ হিসেবে দেখানো হয়েছে, তবে রমকম ঘরানার কারণে অনেক মজার টুইস্ট রয়েছে।

প্রি-টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, “প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি। আপনাদের ভালবাসার আশায় থাকলাম। ‘নারী চরিত্র বেজায় জটিল’ আসছে ৯ জানুয়ারি ২০২৬ সিনেমা হলে। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক। কি বল?” অভিনেতার এই পোস্টে অনুরাগী ও সতীর্থরা আগাম শুভকামনা জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top