রাজ্য – বঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে একের পর এক বেনিয়মের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সরাসরি পাঁচটি প্রশ্ন ছুড়ে দেয় তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল। দাবি—একটিও প্রশ্নের উপযুক্ত জবাব দিতে পারেনি কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লিতে আন্দোলনের প্রস্তুতির মধ্যেই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠকে উপস্থিত ছিলেন ডেরেক ও’ ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ১০ সাংসদ।
বৈঠকের পর তৃণমূলের অভিযোগ—কমিশন কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। লোকসভার উপদলনেতা শতাব্দী রায় জানান, তাঁদের প্রথম প্রশ্ন ছিল—SIR কি অনুপ্রবেশকারী রুখতেই? যদি তাই হয়, তবে বাঙালিদের আলাদা করে টার্গেট করা হচ্ছে কেন? দেশজুড়ে বাঙালিদের উপর হামলা কেন বাড়ছে? কেন মিজোরাম বা ত্রিপুরায় SIR চালু হয়নি? অবৈধ ভোটার চিহ্নিত করাই যদি মূল লক্ষ্য হয়, তবে তাঁদের দ্বারাই নির্বাচিত বর্তমান কেন্দ্রীয় সরকারের বৈধতা কোথায়?
আরও প্রশ্ন তৃণমূলের—SIR-এর জেরে রাজ্যে এখন পর্যন্ত প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কি নেবে নির্বাচন কমিশন? মৃতদের পরিবারের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তৃণমূল এতদিন যেসব অভিযোগ তুলেছে, তার ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়েছে?
তৃণমূলের দাবি, কমিশন প্রায় ৪০ মিনিট নানা ‘গল্প’ শুনিয়েছে ঠিকই, কিন্তু সরাসরি কোনও প্রশ্নেরই উত্তর দেয়নি। ফলে SIR প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকা আরও প্রশ্নের মুখে পড়েছে বলেই মনে করছে শাসকদল।




















