বিনোদন -মৌবনী সরকারের (Mouboni Sorcar) বিয়ের আয়োজনের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পিসি সরকারের (জুনিয়র) মেজ কন্যার বিয়ে বিজ্ঞাপন থেকে নির্বাচিত পাত্র সৌম্য রায়ের (Soumya Roy) সঙ্গে হবে। অনুষ্ঠানে কনের বোনেরা হলুদ পোশাকে সাজেন, আর আনন্দময় মুহূর্তে চোখে অশ্রু দেখা যায়।
শনিবার মেহেন্দি অনুষ্ঠানে সরকার পরিবার হইহুল্লোড়ে মেতেছিল। কনের হাতে প্রিয় পাত্রের নামের আদ্য অক্ষর লেখা হয়েছিল। আইবুড়ো ভাতের দিনেও মেয়ের পছন্দ মেনে আয়োজন করা হয়েছিল মাছ, মাংস ও পায়েসের। বিয়ে হবে খাঁটি বাঙালি রীতি মেনে; বেনারসির বেনারসিকে বেছে নিয়েছেন মৌবনী, আর সাজবেন সোনার গয়নায়। বাড়ির মেনুতেও সম্পূর্ণ বাঙালিয়ানা বজায় রাখা হয়েছে।




















