রাজ্য – আই লিগের সূচি এখনও নির্ধারিত না হলেও, ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour Football Club) একের পর এক টুর্নামেন্ট খেলছে। সম্প্রতি সিকিম গভর্নরস গোল্ড কাপ থেকে বিদায় নিলেও এবার তারা আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে (All India Invitation Football Tournament) সাফল্য অর্জন করেছে।
ওডিশায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি আয়কর চেন্নাইকে ৭-০ গোলে হারিয়েছে। থারপুইয়া হ্যাটট্রিক করলেও বাকি গোল করেছেন জবি, অ্যান্টোনিও এবং গ্লেইটন ব্রাইট। প্রথমার্ধে দল তিন গোল করেছে এবং দ্বিতীয়ার্ধে আরও চার গোল যোগ করেছে, যা পুরো ম্যাচে দলের প্রাধান্য স্পষ্ট করে।
খেতাব জয় করার পর দলকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সর্ব ভারতীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট জয়ের জন্য গোটা ডায়মন্ড হারবার দলকে অভিনন্দন।”




















