ঝাড়গ্রাম – আজ রাজ্য জুড়ে রাজ্য পুলিশে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার একাধিক ব্লকের পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন। ঝাড়গ্রাম থানার আন্ডারে এইবার ২০টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ২০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
পুলিশের প্রোপার মোতায়েন রয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে যথাযথ চেকিংয়ের পর কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ঝাড়গ্রাম রাজ কলেজ ও বিনপুর হাইস্কুলে পরীক্ষার্থীদের আগমন ও নিরাপত্তা ব্যবস্থা মনিটর করা হয়েছে।
পরীক্ষার গুরুত্ব এবং জনসমাগমের কারণে সকল কেন্দ্রেই নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।




















