শুভশ্রী-রাজের ছোট্ট পরি ইয়ালিনি পালন করল দ্বিতীয় জন্মদিন, ভাই-বোনের মুহূর্তে ভরে উঠল সোশ্যাল মিডিয়া

শুভশ্রী-রাজের ছোট্ট পরি ইয়ালিনি পালন করল দ্বিতীয় জন্মদিন, ভাই-বোনের মুহূর্তে ভরে উঠল সোশ্যাল মিডিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – দুই বছর পেরোলেই বড় হল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ছোট্ট রাজকন্যা ইয়ালিনি। ২০২৩ সালের ৩০ নভেম্বর শুভশ্রীর কোল ভরে এসেছিল এই খুদে পরি, আর সেই দিনের আড়াই বছরের ব্যবধানে আজ সে দ্বিতীয় জন্মদিনে পরিবারের চোখের মণি হয়ে উঠেছে। সকাল থেকেই রাজ-শুভশ্রীর বাড়িতে উৎসবের হাওয়া।

যদিও শুভশ্রী এখনও সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের পোস্ট দেননি, রাজ নিজের হ্যান্ডেল থেকে ছবিতে ভরিয়ে দিয়েছেন ইয়ালিনির বিশেষ দিন। প্রথম ছবিতে দেখা যায়, বাবা রাজ পায়ের কাছে মাথা রেখে আবেগে ভিজে আছেন। পরের কয়েকটি ছবিতে বাবা-মেয়ের নিঃসঙ্গ আদর-ভালোবাসার মুহূর্ত ধরা পড়েছে। ছবির সঙ্গে রাজ লিখেছেন, “শুভ জন্মদিন ইয়া মা।”

দুপুরে আরও মিষ্টি দৃশ্যের সাক্ষী হলেন শুভশ্রীর অনুরাগীরা। শুভশ্রীর একটি ফ্যান পেজে দেখা যায়, গোলাপি রঙের কেক কাটার আগে উত্তেজনায় ছটফট করছে ইয়ালিনি। মোমবাতি জ্বালতেই সে আনন্দে মাথা নাড়াতে থাকে। খাটের কোণে সাদা জামা পরে ইউভানও অপেক্ষা করছিল, কখন বোন কেক কাটবে। মোমবাতির আগুন জ্বলে উঠতেই ভয় পেয়ে ইউভান একটু গুটিয়ে গেলেও, ইয়ালিনি দৃঢ়ভাবে ফুঁ দিয়ে আগুন নেভায়। কেক কাটার পর্বে বড়দাদা ইউভান আর চুপ করে থাকতে পারেনি—দৌড়ে এসে বোনের হাতের উপর নিজের হাত রেখে ছুড়ি ধরিয়ে দিল। ভাই-বোনের এই স্নেহমাখা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

শুভশ্রী সময় পেলেই দুই সন্তানের বড় হয়ে ওঠার মুহূর্ত সংরক্ষণ করেন—কখনও আধো উচ্চারণে নিজের নাম বলতে শেখানো, কখনও রাজের হালিশহরের বাড়িতে প্রকৃতির কোলে ছুটে বেড়ানো। প্রতিটি দৃশ্যই পরিবারের সুখের নতুন অধ্যায়। তবে আজকের আনন্দময় দিনের শেষ ভাগে রাজ-শুভশ্রীর গ্র্যান্ড প্ল্যান কী? জন্মদিনের পার্টিতে আর কী চমক অপেক্ষা করছে—এখন সেই উত্তরের অপেক্ষায় টলিপাড়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top