জলপাইগুড়ি – জলপাইগুড়িতে ধূপগুড়ি-ফালাকাটা রেললাইনের খলাইগ্ৰাম স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একটি হাতি গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনা জঙ্গলের বুক চিরে নয়, বরং লোকালয়ে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়া কয়েকটি হাতির মধ্যে দুটি খলাইগ্ৰাম রেলস্টেশনের কাছে ট্রেনের সঙ্গে সংঘর্ষে রেললাইন থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একটি হাতি মারা যায়, আর অপরটি গুরুতর আহত হয়ে ছটফট করতে থাকে।
দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষ ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মী এবং ধূপগুড়ি থানার পুলিশ উপস্থিত হন। দুর্ঘটনার কারণে এনজেপি-গৌহাটা বন্দেভারতসহ বেশ কয়েকটি ট্রেন খলাইগ্ৰাম, ধূপগুড়ি ও ফালাকাটা স্টেশনে দাঁড়াতে বাধ্য হয়।




















