সমাজবাদী পার্টিতে সংস্কৃতি ফ্রন্টে কড়া নির্দেশ, গান-বাজনা শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া নিষিদ্ধ

সমাজবাদী পার্টিতে সংস্কৃতি ফ্রন্টে কড়া নির্দেশ, গান-বাজনা শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া নিষিদ্ধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – উত্তরপ্রদেশের প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পার্টির সাংস্কৃতিক কার্যক্রমে নতুন নিয়ম চালু করেছেন। পার্টির প্রচারে ব্যবহৃত গান, স্লোগান ও নৃত্য পরিবেশন সংক্রান্ত সকল বিষয় শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া কোনোভাবেই ব্যবহার করা যাবে না। রবিবার লখনউয়ের পার্টি কার্যালয়ে বাজতে থাকা একটি মিউজিক তিনি নিজেই থামিয়ে দেন এবং নেতাদের সতর্ক করেন। তাঁর নির্দেশ, পার্টি অফিস এবং প্রচার কর্মসূচিতে যে গান-বাজনা পরিবেশিত হবে, তা অবশ্যই রুচিশীল হতে হবে এবং রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

অখিলেশের এই নির্দেশিকার পেছনে রয়েছে বিহারের অভিজ্ঞতা। বিহারে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে আরজেডির দল বিপর্যয়ের মুখে পড়েছে। দলের নেতারা খারাপ ফলের অন্যতম কারণ হিসেবে সাংস্কৃতিক ফ্রন্টের নির্বাচনী গানকে চিহ্নিত করেছেন। তেজস্বী যাদব বৈঠকে স্বীকার করেছেন, পূর্বে ব্যবহৃত নিম্নমানের গান প্রচারের উদ্দেশ্য ঠিকমতো পৌঁছে দিতে পারেনি এবং কিছু গান দল বিরোধীদের হাতিয়ারেও পরিণত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় সংস্কৃতি ফ্রন্টকে এমন সরাসরি কাঠগড়ায় তোলা খুব কম নজিরে দেখা যায়। ভোটের সময় নতুন গান, স্লোগান বা নাচ সব দলই ব্যবহার করে, কিন্তু বিহারের ফলাফলের অভিজ্ঞতা থেকে সমাজবাদী পার্টি সতর্ক হয়েছে। অখিলেশ নির্দেশ দিয়েছেন, এখন থেকে সংস্কৃতি ফ্রন্টের সমস্ত কার্যক্রমে শীর্ষ নেতৃত্বের অনুমোদন থাকা আবশ্যক। গান-বাজনা হবে রুচিশীল, রাজনৈতিক বার্তা স্পষ্ট এবং বিরোধীদের কার্যকলাপ প্রতিফলিত করার মতো।

পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৭ সালের এপ্রিল মাসে হওয়ার কথা। সমাজবাদী পার্টি ইতিমধ্যেই রাজ্য ক্ষমতায় ফেরার প্রস্তুতি শুরু করেছে। রবিবার বিকালে অখিলেশ বিনা নোটিসে পার্টি দফতরে ঢুকে অফিসের বাইরে বাজতে থাকা মিউজিক থামিয়ে দেন এবং নেতাদের সঙ্গে বিহারের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন, সতর্কবার্তা দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top