হাওড়া – হাওড়ার জগৎবল্লভপুরে রবিবার রাতে তীব্র উত্তেজনার ঘটনা ঘটেছে। পাঁচলা বিধানসভার পোলগুস্তিয়া এলাকার একটি বেকারির দোকানে স্বাভাবিক বচসা রূপ নেয় চরম সংঘাতে। স্থানীয়দের মতে, রাত সাড়ে ৮টার দিকে দোকানের মালিকের সঙ্গে তিন যুবকের কথাকাটাকাটি শুরু হয়। মিনিট খানেকের মধ্যে বচসা তীব্র হয়ে ওঠে এবং একজন পকেট থেকে বন্দুক বের করে দোকান মালিকের মাথায় আঘাত করে।
ঘটনার পরেই দুষ্কৃতীরা বাইক চেপে এলাকা ছাড়ার আগে একের পর এক বোমা ছুড়ে। স্থানীয়দের দাবি, কমপক্ষে ২৫ থেকে ২৭টি বোমা ফেলা হয়, যার ফলে চারপাশ ধোঁয়ায় ঘেরা হয়ে যায়। এই বোমাবাজিতে দুজন আহত হন। রাতেই তাঁদের আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন রয়েছেন।
বোমাবাজির নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও পুলিশের নজরে আসেনি। ঘটনার প্রকৃত কারণ খুঁজতে শুরু করেছে তদন্তকারী দল। ইতিমধ্যেই এলাকায় টহলদারি বৃদ্ধি করা হয়েছে। রবিবার রাতেই পুলিশ কর্মীদের একটি দল তল্লাশি চালিয়েছে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। একটি বেকারির ফ্যাক্টরিকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনা মোকাবিলা করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
অন্যদিকে স্থানীয়রা জানান, “হঠাৎ করেই আমরা বিশাল বোমাবাজি দেখলাম। বাইরে থেকে লোক এসে এই ঘটনা ঘটিয়েছে।” এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং তদন্ত চলমান রয়েছে।




















