বিনোদন – জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের বাড়িতে রবিবার রাতে বসেছিল বিয়ের আসর। ইন্দ্রজালের এই ঘরে বিয়ের আনন্দরস ছড়িয়ে পড়তেই ভরে উঠেছিল পরিবেশ। বিয়ের পিঁড়িতে ছিলেন জাদুকরকন্যা মৌবনী সরকার। তার বিয়ের মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল ডিজিটাল ও সমাজমাধ্যমে। সেজে উঠেছিলেন টলিপাড়ার বহু সেলেবও।
ভিডিও এবং ছবিতে দেখা যায়, কনে মৌবনী বেগুনি রঙের বেনারসি, সোনার নেকলেস, মোটা হার, চিক, টানা নথ, টিকলি, শাঁখা-পলা, বালা, মান্তাসা, মাথায় শোলা ও সোনার মুকুট—সব মিলিয়ে ছিল একেবারে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজ। পরিবারের প্রবীণরা তাকে আশীর্বাদ করছেন, চলছে মিষ্টিমুখ পর্ব। অন্য একটি ভিডিওতে দেখা যায়, জামাই সৌম্য রায়ের সঙ্গে খোশমেজাজে কথা বলছেন জাদুসম্রাট।
সৌম্যর পরনে ছিল প্রিন্টেড পাঞ্জাবি, লাল ধুতি, গলায় হার এবং মাথায় মুকুট। জানা যায়, পি সি সরকার জুনিয়র হবু জামাইকে আশীর্বাদ করতে দেন হীরের বোতাম। নিজে সেজেছিলেন লাল পাঞ্জাবি, সাদা ধুতি ও সাদা উত্তরীয়তে। বিয়েতে প্রকাশ্যে আসা বেশ কিছু ছবিতে দেখা যায়, কনে মৌবনীর পাশে তাঁর দিদি জাদুকর মানেকা সরকার এবং আরেক পাশে অভিনেত্রী দেবশ্রী রায়। কনের শুভদৃষ্টির ছবিও বহুজনের নজর কেড়েছে।
রবিবার সকালে মৌবনীর গায়ে হলুদের আয়োজন ছিল জমজমাট। হলুদ শাড়ি ও সোনার গয়নায় সেজে উঠেছিলেন তিনি। মুখভরা হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছিল অনুষ্ঠান। শনিবারই সারেন মেহেন্দির পর্ব, যেখানে হাতে লেখেন হবু স্বামীর নামের আদ্যাক্ষর। চন্দননগরের বাসিন্দা পাত্র সৌম্য রায় পেশায় রিসার্চ অ্যানালিস্ট। সব মিলিয়ে পি সি সরকার জুনিয়রের কন্যার বিয়ে ঘিরে ছিল আনন্দ, সাজসজ্জা ও সেলেবদের মিলনমেলা।




















