খেলা – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হওয়ার পর জোর জল্পনা ছড়িয়ে পড়ে যে টেস্ট ক্রিকেটে ফেরানোর জন্য বিসিসিআই নাকি বিরাট কোহলির দ্বারস্থ হতে পারে। তবে সেই সব গুজবে নিজেই জল ঢেলেছেন কোহলি। রাঁচিতে ম্যাচের পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর টেস্টে ফেরার কোনও পরিকল্পনাই নেই। কোহলি বলেন, তাঁর বয়স এখন ৩৭ এবং রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এতদিন ধরেই তিনি এমনভাবেই নিজের খেলা সামলে এসেছেন। তাঁর কথায়, অনুশীলনে ভালো শট খেলতে পারলে এবং ব্যাটিংয়ে স্বচ্ছন্দ থাকলে জানা যায় আপনি ঠিক জায়গায় আছেন। খারাপ ফর্মে থাকলে আরও বেশি সময় নেটে কাটাতে হয়। এর পাশাপাশি মানসিক ভাবে প্রস্তুত থাকাটাও অত্যন্ত জরুরি। তবে সব কিছুর উপরে রয়েছে খেলাটাকে উপভোগ করার ক্ষমতা।
রাঁচিতে ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি এবং ম্যাচের সেরাও নির্বাচিত হন। পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক হর্ষ ভোগলে তাঁকে প্রশ্ন করেন ভবিষ্যতেও কি শুধুই একটি ফরম্যাটে খেলতে দেখা যাবে তাঁকে? উত্তরে কোহলি স্পষ্ট বলেন, আগামী দিনেও তাঁকে একইভাবে দেখা যাবে—অর্থাৎ একটি ফরম্যাটেই খেলবেন তিনি। তাঁর এই মন্তব্যেই পরিষ্কার, টেস্ট ক্রিকেটে ফেরার কোনও সম্ভাবনা নেই।
সম্প্রতি একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হারের পর কোনও ক্রিকেটারকে নাকি অবসর প্রত্যাহারের অনুরোধ করা হতে পারে, যদিও সেখানে কোনও নাম উল্লেখ করা হয়নি। তখনই সামনে আসে কোহলির নাম। যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সেই গুজব উড়িয়ে দিয়ে বলেন, কোহলির সঙ্গে এ বিষয়ে কোনও কথা হয়নি। তাঁর মন্তব্যের পর এবার কোহলির বক্তব্য আরও একবার পরিষ্কার করে দিলেন—টেস্টে ফেরা তাঁর পরিকল্পনায় নেই। উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে তাঁর সংগ্রহ ৯,২৩০ রান এবং রয়েছে ৩০টি সেঞ্চুরি।




















