খেলা – আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু বছর। তবুও আইপিএলে তিনি এখনও খেলছেন এবং এবারের টুর্নামেন্টেও ধোনিকে নিয়ে আগ্রহ থাকবে বলাই যায়। কিন্তু প্রশ্ন উঠছে, আইপিএলের জন্য ধোনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন?
ধোনির শহরে ভারতীয় দল ওয়ানডে খেললেও প্রাক্তন অধিনায়ক শহরে ছিলেন না। ম্যাচের একদিন আগে তিনি শহর ছেড়েছেন, শুটিংয়ের কাজের জন্য। এরপর দুবাই চলে গিয়েছেন। জানা গেছে, এ বছর আর দেশে ফিরবেন না। তবে আইপিএলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন। গত আইপিএলের পর থেকেই ধোনি নিয়মিত ব্যায়াম শুরু করেছেন।
শোনা যায়, শহরে থাকলে ধোনি প্রতিদিন ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে যান। সেখানে ঘণ্টা দু’য়েক জিমে সময় কাটান। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শাহবাজ নাদিম, যিনি দীর্ঘদিন ধোনির সঙ্গে খেলেছেন, বলেছেন, “রাঁচিতে থাকলে প্রতিদিন জিমে আসে। ঘণ্টা দু’য়েক ব্যায়াম করে। বয়স বেড়েছে, কিন্তু ফিটনেসে কোনো সমস্যা নেই।”
ধোনিকে আগে হাঁটুর সমস্যা ভুগিয়েছে। তবে এখন সেই চোট আর সমস্যা নয়। ধোনি এখন আগের চেয়ে আরও বেশি ফিট। নিয়মিত ব্যাডমিন্টন খেলছেন এবং মাঝে মাঝে নেটে ব্যাটিংও করছেন। শহরে ফেরার পর নিয়মিত নেটে ব্যাটিং শুরু করবেন বলে শোনা গেছে। তবে ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের পর তিনি প্রশাসনিক কোনও পদে যোগ দিতে ইচ্ছুক নন।



















