গোপনে বাগদান ও বিয়ে, হিরের আংটিই ধরালো সামান্থা-রাজের সম্পর্ক

গোপনে বাগদান ও বিয়ে, হিরের আংটিই ধরালো সামান্থা-রাজের সম্পর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – শুধু বিয়ে নয়, ‘ফ্যমিলি ম্যান’ পরিচালকের সঙ্গে চুপিসারে বাগদানও সারেছেন সামান্থা রুথ প্রভু। সোমবার সদগুরুর ইশা যোগা সেন্টারে ‘ভূতা শুদ্ধি’ মতে সামান্থার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাজ নিদিমরু। কিন্তু তারকাযুগলের এই গোপন অনুষ্ঠানই ফাঁস হয়েছে হিরের আংটির মাধ্যমে।

সামান্থার দ্বিতীয় বিয়ের আংটি নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় ব্যাপক চর্চা। মুঘলযুগের নকশাকাঁটা এই আংটির মূল্য নাকি ৫০ লক্ষ টাকা। সম্প্রতি নেটিজেনরা ‘পোর্ট্রেট-কাট’ হিরের আংটির বিশদ খুঁটিনাটি পর্যবেক্ষণ করে চাক্ষুষ করেছেন। দেখা যায়, সোমবার বিয়ের দিন অভিনেত্রীর হাতে যে আংটি জ্বলজ্বল করছিল, সেটি এই বছরের ফেব্রুয়ারি মাসে সামান্থা পরে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিটি দেখে অনুমান করা হচ্ছে, দশ মাস আগে রাজ নিদিমরুর সঙ্গে গোপনে বাগদান সারেছেন অভিনেত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেম দিবসের সপ্তাহে সামান্থা কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। তখন থেকেই ‘ফ্যমিলি ম্যান’ পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন তুঙ্গে পৌঁছেছিল। এমনকি তখনও রটে গিয়েছিল, রাজের সঙ্গে সহবাসের জন্য বাড়ি খুঁজছেন তিনি। যদিও অভিনেত্রীর টিম এই গুজব নস্যাৎ করেছিল, তবে প্রেমের খবরকে চাপা রাখা কঠিন। বিভিন্ন হাই-প্রোফাইল পার্টি বা বিমানবন্দরে রাজ-সামান্থাকে একসঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে।

প্রেমের জল্পনা আরও উসকে দিয়েছিল ফেব্রুয়ারিতে সামান্থার শেয়ার করা সেই ছবি, যেখানে হাতে জ্বলজ্বল করছিল হিরের আংটি। সোমবার মন্দিরে লিঙ্গ ভৈরবীকে সাক্ষী রেখে রাজ নিদিমরু আবারও সেই আংটি সামান্থার হাতে পরিয়ে দেন। বিয়ের ছবি শেয়ার হওয়ার পর থেকে নবদম্পতি সোশ্যাল মিডিয়ায় নিঃশব্দ। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানো ছাড়া কোনও উচ্চবাচ্চ্য করেননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top