বাঘ এখনও অধরা, গ্রামে বাড়ছে আতঙ্ক—মাইকিং ও জাল ঘেরা শুরু করল প্রশাসন

বাঘ এখনও অধরা, গ্রামে বাড়ছে আতঙ্ক—মাইকিং ও জাল ঘেরা শুরু করল প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন 24 পরগণা – একদিন কেটে গেলেও বাঘ এখনও ধরা পড়েনি। পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এখন বাঘের আতঙ্কে তটস্থ। সন্ধ্যা নামলেই বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না কোনও গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জাল দিয়ে ঘেরা শুরু হয়েছে।

বনদপ্তরের কর্মীরা গতরাতে দুটি খাঁচা পেতে রেখেছিলেন, কিন্তু তাতেও ধরা দেয়নি রয়েল বেঙ্গল টাইগার। আজ নতুন করে আরও দুটি খাঁচা পাতা হবে। সঙ্গে বিভিন্ন স্থানে ট্র্যাপ ক্যামেরা বসানো ও ড্রোন ক্যামেরা ব্যবহার করে খোঁজ চালানোর প্রস্তুতিও চলছে। সকাল থেকেই দফায় দফায় বনদপ্তরের অভিযান চলছে এলাকাজুড়ে।

বাঘ এখনও অধরা থাকায় গ্রামবাসীদের আতঙ্ক আরও বেড়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top