ভাইরাল – মধ্যপ্রদেশের একটি শিঙাড়ার দোকানের ভয়াবহ পরিস্থিতির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খাদ্য সুরক্ষা বিভাগের দুই আধিকারিক অভিযানে গিয়ে দেখেন, ছেঁড়া-ফাটা পুরনো বস্তার উপর স্তূপ করে রাখা হয়েছে শিঙাড়া। দোকানের চারপাশ নোংরা, খোলা জায়গায় সাজানো এসব খাবার দেখে বিস্মিত হন তাঁরা। অভিযোগ উঠেছে, এই অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি ও রাখা শিঙাড়াই নাকি ট্রেনে যাত্রীদের পরিবেশন করা হয়।
খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা স্পষ্ট জানান, এমন খোলা ও অপরিষ্কার জায়গায় খাবার রাখা হলে পেটের সংক্রমণ, পেট খারাপ, বমি-সহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাঁদের সতর্কবার্তায় নেটাগরিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
সমাজমাধ্যমে ‘খুরপেঞ্চ স্যাটায়ার’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে রেলেরও। তদন্তে রেল কর্তৃপক্ষ জানান, স্টেশন চত্বরের কোনও দোকানে এই ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁরা আলাদা করে তদন্ত চালাচ্ছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন।
এই ঘটনার পর খাদ্য সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনার ঢেউ উঠেছে সমাজমাধ্যমে, আর রেলের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে যাত্রীরা।




















