রাজ্য – মোদি সরকারের বৈষম্যমূলক নীতির জেরে দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হচ্ছে বাংলা—এই অভিযোগকে আরও একবার সামনে এনে বুধবার সংসদ চত্বরে ব্যাপক বিক্ষোভে সামিল হলেন তৃণমূল সাংসদরা। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে কেন্দ্র—এই মর্মেই প্রতিবাদে মুখর হন শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার, জুন মালিয়া-সহ তৃণমূলের সাংসদরা। হাতে কালো প্ল্যাকার্ড নিয়ে বিজেপি সরকারকে ‘ধিক্কার’ জানিয়ে স্লোগান তোলেন তাঁরা।
এর আগের দিন নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিযোগ করেছিলেন যে, জিএসটি বাবদ বাংলার টাকাও কেন্দ্র নিয়ে যাচ্ছে। তাঁর দাবি, রাজ্যের প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এবং কোন প্রকল্পে কত টাকা আটকে আছে, তারও বিস্তারিত হিসেব তিনি দেন। সেই অভিযোগকেই আরও তীব্র করে বুধবার সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের দেখা যায় আরও আক্রমণাত্মক মেজাজে।
এদিন পাশাপাশি সংসদে ব্যস্ত ছিল বিরোধী জোটও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেয় তৃণমূল। শীতকালীন অধিবেশনে বিরোধীদের রণকৌশল কী হবে, তা নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে নয়া শ্রম আইন বাতিলের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। এই বিক্ষোভে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, খাড়গের পাশাপাশি তৃণমূলের হয়ে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন।




















