বিনোদন – পাপারাজ্জিদের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক বরাবরই অম্লমধুর। বিমানবন্দর, ফিল্মি অনুষ্ঠান কিংবা বিয়ে—যেখানে ক্যামেরা হাতে হঠাৎ উপস্থিত হন ছবি শিকারিরা, সেখানেই দেখা যায় জয়ার বিরক্তির প্রকাশ। বহুবার তাঁকে ক্যামেরার সামনে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে, যার ভিডিও নিয়মিত ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিরক্তির কারণ আরও স্পষ্ট করেছেন তিনি। জয়ার কথায়, এদের অনেকেই নোংরা পোশাক পরে আসে, হাতে চারটে ফোন নিয়ে আজেবাজে প্রশ্ন করে, অশিক্ষিত আচরণ করে এবং অশ্লীল মন্তব্যও করে। তাই তাঁদের সাংবাদিক বলা যায় না। সাংবাদিকতা সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা রয়েছে—কারণ তিনি এক সাংবাদিকের মেয়ে। ফলে এই শ্রেণির পাপারাজ্জিদের তিনি পছন্দ করেন না এবং নিজের অবস্থান নিয়ে কোনও রাখঢাকও রাখেন না।
জয়ার এই মন্তব্যে অপমানিত বোধ করেছেন মুম্বইয়ের পাপারাজ্জিরা। তাঁদের বক্তব্য, ছবি শিকারিরা যদি সেলেবদের কভার না করেন, তাহলে প্রচার কীভাবে হবে? অমিতাভ বচ্চনের প্রতি রবিবারের অনুরাগীদের সঙ্গে দেখা করাও পাপারাজ্জিদের মাধ্যমেই ভাইরাল হয়। তাঁদের দাবি, জয়া না মানলেও সোশাল মিডিয়া যুগে পাপারাজ্জিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাঁদের গুরুত্ব কোনও অংশেই কম নয়। পরিচিত বলিউড ফটোগ্রাফার বরিন্দর চাওলা জানান, কোনও সেলেব ছবি তুলতে না চাইলে তাঁরা সেই সিদ্ধান্তকে সম্মানই করেন। তবে জয়ার বক্তব্যকে তিনি অত্যন্ত অনুচিত ও অপমানজনক বলেই মনে করেন। জয়ার মন্তব্য ঘিরে এই তীব্র প্রতিক্রিয়া এখন সোশাল মিডিয়ায় বড় বিতর্কের সৃষ্টি করেছে।




















