কলকাতা – দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের সৌমাদিত্য কুন্ডু। স্বপ্ন ছিল পাইলট হওয়ার, আর সেই লক্ষ্যে গত এক বছর ধরে বিদেশে ট্রেনিং করছিলেন তিনি। কিছুদিন আগেই দেশে ফিরে এসেছিলেন। পরিবারের ধারণা ছিল, স্বাভাবিকভাবেই পড়াশোনা ও প্রস্তুতি চালিয়ে যাবেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
বুধবার বিকেল চারটে নাগাদ গিরিশ পার্কের মধু রায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান সৌমাদিত্য। এরপর বৃহস্পতিবার গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশে এক পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁর ট্যাবের পিছনে লেখা ছিল ‘Lost’। এই শব্দটি কেন লিখেছিলেন এবং এর সঙ্গে মৃত্যুর কোনও যোগ আছে কি না তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের দাবি, সৌমাদিত্যকে কোনও দিন কোনও বিষয়ে বাধা দেননি তাঁর বাবা-মা। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে বিদেশে পাঠানো হয়েছিল তাকে। বুধবার তিনি বলেছিলেন অন্য বাড়িতে যাচ্ছেন। এরপর এমন ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছে পরিবার। তাঁরা পুলিশের কাছে বিস্তারিত তদন্তের আবেদন করেছেন।




















