উত্তর–পূর্ব ভারতের প্রথম সুপার পাওয়ার ইউনিট চালু করতে চলেছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তর–পূর্ব ভারতের প্রথম সুপার পাওয়ার ইউনিট চালু করতে চলেছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার পাওয়ার ইউনিটের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার এই কেন্দ্র থেকেই শুরু হবে বিদ্যুৎ সরবরাহ। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটি শুধু পশ্চিমবঙ্গের নয়, সমগ্র উত্তর–পূর্ব ভারতের প্রথম সুপার পাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র। আগামী ১০ ডিসেম্বর থেকেই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, যার ফলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ২০১৭ সালে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল এবং আজ সেই সুপার পাওয়ার ইউনিট বাস্তবে রূপ পেল। পাওয়ার ডিপার্টমেন্টকে অভিনন্দন জানিয়ে তিনি জানান, রাজ্যের এই সবচেয়ে বড় ইউনিট নির্মাণে ব্যয় হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি টাকারও বেশি। নতুন এই ইউনিট চালু হলে আরও ১৬ লক্ষ ৭০ হাজার পরিবার বিদ্যুতের সুবিধা পাবে। বড়সড় এই প্রকল্প রাজ্যের উন্নয়ন ও বিদ্যুৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top