কলকাতা – রোজভ্যালি কেলেঙ্কারিতে উদ্ধার হওয়া টাকার ফেরত সম্পর্কিত আর্থিক অনিয়মের অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে ফরেন্সিক অডিট করানোর দায়িত্ব এ বার তুলে দিল কলকাতা হাইকোর্ট। এতদিন দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে এই দায়িত্ব দেওয়া হলেও, ‘দক্ষ জনবলের অভাব’ দেখিয়ে সেবি আদালতকে জানিয়ে দেয় তারা এই দায়িত্ব পালন করতে অসমর্থ। তার পরই আদালত নতুনভাবে দায়িত্ব ভার সঁপে দেয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)-কে।
বৃহস্পতিবার রোজভ্যালির টাকা ফেরত মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়—আগামী তিন মাসের মধ্যে রোজভ্যালি–সম্পর্কিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব এবং এডিসি কমিটির সম্ভাব্য আর্থিক অনিয়ম নিয়ে পূর্ণাঙ্গ ফরেন্সিক রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরকে। পাশাপাশি, আগামী ১১ ডিসেম্বরের পরবর্তী শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেলকে দায়িত্ব সংক্রান্ত ফিডব্যাক জানাতে হবে।
উল্লেখযোগ্যভাবে, গত অক্টোবরে সেবি আদালতকে জানায় যে তারা এই ফরেন্সিক অডিট করতে ‘অক্ষম’। কারণ হিসাবে জানানো হয় দক্ষ মানবসম্পদের অভাব। আদালত তখন মন্তব্য করে, “সেবি অনিচ্ছুক বলে আদালত তো চুপ করে থাকতে পারে না। তদন্ত তো করাতেই হবে।” সেই কথার পরিপ্রেক্ষিতে এক মাসের মধ্যে দায়িত্বের পরিবর্তন ঘটল। তদন্তের নয়া দায়িত্ব পেল SFIO—যারা আর্থিক জালিয়াতি তদন্তে বিশেষ দক্ষ বলে পরিচিত।
রোজভ্যালির অর্থনৈতিক প্রতারণা নিয়ে বহু মানুষের ক্ষতিপূরণের দাবি আজও ঝুলে আছে। তাই আদালতের এই নতুন নির্দেশ তদন্তকে আরও দ্রুত ও কার্যকর দিকনির্দেশ দেবে বলেই মনে করছে আইনি মহল।




















