বিএলওদের পারিশ্রমিক বৃদ্ধি, আগামী সপ্তাহে ৭০ কোটি টাকা আসছে সরকারের তরফ থেকে

বিএলওদের পারিশ্রমিক বৃদ্ধি, আগামী সপ্তাহে ৭০ কোটি টাকা আসছে সরকারের তরফ থেকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনও টাকা না আসায় বুথ লেভেল অফিসারদের (BLO) পারিশ্রমিক মেটাতে সমস্যা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএলওদের প্রাপ্য টাকা বাবদ প্রায় ৯০ কোটি টাকা প্রয়োজন। তবে আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৭০ কোটি টাকা সরকারের তরফ থেকে আসতে চলেছে। প্রত্যেক বিএলও এই টাকা থেকে মোট ১৮ হাজার টাকা পাবেন। টাকা আসলে বেশিরভাগটা সরাসরি প্রদান করা হবে, বাকি কিছু বিলের টাকা সংশ্লিষ্ট জেলাশাসকের মাধ্যমে দেওয়া হবে। যে অংশ বাকী থাকবে, তা এসআইআর শেষ হওয়ার পর প্রদান করা হবে।

এসআইআর-এর কাজের অন্তর্ভুক্ত ছিল বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ এবং পুনরায় সংগ্রহ করা। অনুপস্থিত ভোটারদের বাড়িতে একাধিকবার যাওয়াও হয়েছে। এই দায়িত্ব পালনে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি ডেডলাইনের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছেন এমন অভিযোগও এসেছে। সম্প্রতি নির্বাচন কমিশন বিএলওদের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

আগে ৬ হাজার টাকা ভাতা পেতেন বিএলওরা, এবার তা বেড়ে হয়েছে ১২ হাজার টাকা। বিএলও সুপারভাইজররা এবার ১৮ হাজার টাকা পাবেন। এছাড়া এআরও (ERO) ৩০ হাজার টাকা এবং AERO ২৫ হাজার টাকা করে পাবেন। আগে তারা কোনও টাকা পেতেন না। ২০১৫ সাল থেকে বিএলও এবং বিএলও সুপারভাইজররা এই ধার্য ভাতা পেয়ে আসছিলেন। সম্প্রতি প্রায় ১০ বছর পর এই ভাতা বৃদ্ধি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top