রাজ্য – উইকেন্ডে জমাট শীতের আমেজ। এক ধাক্কায় পারদ নেমে গেল ১৪ ডিগ্রির ঘরে। শনিবার সকালে কলকাতার তাপমাত্রাকে মরশুমের শীতলতম বলে ঘোষণা করল আলিপুর হাওয়া অফিস। সপ্তাহের শুরুতেই উষ্ণতা পতনের যে ইঙ্গিত ছিল, তা বাস্তব হল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে শীত আরও জোরদার হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম—প্রায় সব জেলাতেই ভোর থেকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমেছে। একই চিত্র উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও।
বঙ্গোপসাগরের উপর কোনো নিম্নচাপ না থাকায় আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ফলে কাঙ্ক্ষিত ডিসেম্বরের শীত উপভোগে কোনো বাধা দেখছেন না আবহবিদেরা।




















