দেশ – ভারতে আয়োজিত হতে চলেছে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস। গুজরাটের আহমেদাবাদেই বসবে এই শতবর্ষের বিশেষ আসর। এই আয়োজনের কথা ঘোষণা হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন ভারতের পরবর্তী বৃহত্তম স্বপ্ন—২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা। আহমেদাবাদেই দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেন, অলিম্পিক আয়োজনই এখন দেশের প্রধান লক্ষ্য, এবং সেই মেগা টুর্নামেন্ট আয়োজন হলে ভারত পদক তালিকায় সেরা পাঁচে পৌঁছবে বলেও তাঁর দৃঢ় বিশ্বাস।
আহমেদাবাদের সংসদ খেল মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অমিত শাহ বলেন, কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়া বড় পদক্ষেপ হলেও আহমেদাবাদকে এখন আরও প্রস্তুত হতে হবে। তাঁর মতে, অলিম্পিক আয়োজনের আগে শহরটিকে একাধিক আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করতে হবে, যাতে সাজানো যায় শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো ও সুদৃঢ় ক্রীড়া সংস্কৃতি। অলিম্পিক হওয়ার পর ভারত সফলও হবে বলেই মত তাঁর। তিনি বলেন, ভারতে অলিম্পিক হলে দেশ পদক তালিকায় প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নেবে।
তবে ভারতের সামনে চ্যালেঞ্জও কম নয়। কারণ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারত শেষ করেছিল ৭১তম স্থানে। একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ মিলিয়ে ভারত মোট ছয়টি পদক জিতেছিল। সোনার পদক পায়নি। ফলে অলিম্পিকে সেরা পাঁচে ওঠা সহজ নয় বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। পাশাপাশি কমনওয়েলথ বা বিশ্বকাপ—দু’টি বড় ক্রীড়ার আসরই কেন আহমেদাবাদে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে ক্রীড়া মহলে।
অন্যদিকে, শতবর্ষে পা দিতে চলা কমনওয়েলথ গেমসের আসর ২০৩০ সালে ভারতে বসছে, তা গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় সম্মতি দিয়েছে ৭৪টি সদস্য দেশ। এর আগে ২০১০ সালে কমনওয়েলথ আয়োজন করেছিল ভারত। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করেই এবার আরও বড় লক্ষ্য—২০৩৬ অলিম্পিকের স্বপ্ন দেখছে ভারত।




















