খেলা – ছোটবেলা থেকে রিয়াল মাদ্রিদ ছিল তার স্বপ্নের ক্লাব। মাঠে সেই জার্সি গায়ে দাপিয়ে বেড়ানোর স্বপ্ন দেখতেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্যারিস স্যাঁ জার্মাঁ (পিএসজি) সময় থেকেই তিনি প্রকাশ করতেন রিয়ালে যোগদানের আকাঙ্ক্ষা। অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো, বিশ্বকাপ জয়ী এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন।
রিয়ালে যোগ দেওয়ার পরই তিনি নজর কেড়েছেন বিশেষ এক রেকর্ডের দিকে। রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন এমবাপ্পে। বর্তমানে মাত্র ৫টি গোল করলেই রোনাল্ডোর রেকর্ড ভাঙবেন তিনি।
ছোটবেলা থেকে রোনাল্ডো ছিলেন তাঁর আদর্শ নায়ক। বাড়িতে রোনাল্ডোর ছবি টাঙিয়ে রেখে এমবাপ্পে খেলা চালিয়ে আসতেন। রিয়ালে যোগ দেওয়ার পর মাত্র ৫৫টি গোল করেছেন এমবাপ্পে, যেখানে রোনাল্ডোর সর্বকালের রেকর্ড ৫৯টি। লা লিগায় ১৫ ম্যাচে ১৬টি গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে ৯টি গোল করেছেন এমবাপ্পে।
রিয়াল কোচ জাবি আলোনসোও বিশ্বাস করেন, এমবাপ্পে রোনাল্ডোর রেকর্ড ভাঙবেন। এমবাপ্পের ধারাবাহিক দুর্দান্ত ফর্মে, রিয়ালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এবার নতুন নাম খুঁজে পাবেন ফ্যানরা—এমবাপ্পের।




















