কলকাতা – কলকাতার শীতল সকালে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নিয়েছিলেন মহানগর পুরসভা মেয়র ফিরহাদ হাকিম। খিদিরপুরের সেন্ট থমাস স্কুল থেকে শুরু হওয়া এই ম্যারাথনে মেয়েকে সঙ্গে নিয়ে দৌড়ে অংশ নেন তিনি। পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার এবং আরও বহু বিশিষ্টজনও এই প্রতিযোগিতায় অংশ নেন। মোট তিন বিভাগে ৩৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই ম্যারাথনে।
মেয়র ফিরহাদ হাকিম দৌড়ে অংশ নেওয়ার পাশাপাশি তরুণ-তরুণীদেরও স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যই সম্পদ; শরীর সুস্থ থাকলে সব ঠিক থাকবে। সকলেই আনন্দের সঙ্গে দৌড়েছেন এবং স্বাস্থ্য ও ফিটনেসের দিকে নজর দেওয়া প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
এই ম্যারাথনের মাধ্যমে ঐক্যের বার্তা দেওয়াও লক্ষ্য ছিল। মেয়র জানিয়েছেন, মানুষ একসঙ্গে অংশ নিলে আনন্দ ও সংহতি বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, “কলকাতা একটি আনন্দ আশ্রম, এখানে কোনও বিভাজন বা দুঃখ নেই। সকলে একসঙ্গে রাজপথে পা মিলিয়ে দৌড়ে অংশগ্রহণ করেছেন।”
প্রসঙ্গত, গত রবিবারও কলকাতা ময়দানে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতার কারণে শনিবার রাত থেকে লালবাজার শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করেছিল। রবিবার দুপুর একটার পর ময়দান এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। লালবাজার সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মতলা ও ময়দান চত্বরের আশেপাশের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।




















