জলপাইগুড়ি – চিতাবাঘ-মানুষ সংঘাত কমানোর জন্য অভিনব পদক্ষেপ নিয়েছে বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান সংলগ্ন গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। কলাবাড়ি চা-বাগান সংলগ্ন শ্রমিক বস্তিতে কয়েকদিন আগে এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা এবং একাধিক শ্রমিকের জখমের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেই আতঙ্ক কমাতে সুন্দরবন থেকে আনা বিশেষ জাল ব্যবহার করা হচ্ছে। ম্যানগ্রোভ অরণ্যের চারধার ঘিরে যে জাল ব্যবহৃত হয়, যাতে বাঘ লোকালয়ে প্রবেশ করতে না পারে—সেই পদ্ধতি এবার ডুয়ার্সে প্রয়োগ করা হচ্ছে। বন দফরের দাবি, এই জাল চিতাবাঘকে বস্তিতে ঢুকতে বাধা দেবে। ইতিমধ্যেই বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড কলাবাড়ি চা-বাগানের হুলাস লাইন বস্তির সীমানায় জাল লাগানোর কাজ শুরু করেছে।
শ্রমিকদের অভিযোগ, সন্ধ্যা নামলেই চা-বাগানের রাস্তায় চিতাবাঘ ঘুরে বেড়ায় এবং কয়েকদিন আগে দুটি গবাদি পশুকেও মেরে ফেলেছে। আতঙ্কে সন্ধ্যার পর যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। তাই বন দফতের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা।
বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানিয়েছেন, ডুয়ার্সে চিতাবাঘ-মানুষ সংঘাত হাতি-মানুষ সংঘাতের মতোই বৃদ্ধি পেয়েছে। কলাবাড়ি বস্তিতে এক শিশুর মৃত্যু ঘটেছে চিতার হামলায়। সুন্দরবনের একই পদ্ধতিতে ফল মিলেছে, তাই পরীক্ষামূলকভাবে ডুয়ার্সে বিশেষ জাল লাগানোর কাজ শুরু হয়েছে। বন দফতের আশা, এই উদ্যোগে শ্রমিক বস্তিগুলির চিতাবাঘ-আতঙ্ক অনেকটাই কমবে।




















